রামপুরহাট কাণ্ডের (Rampurhat) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে দেখা করে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) অপসারণ দাবি করল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদরা।
অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) বলেন, ‘‘বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে আমরা বলেছি পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরিয়ে দেওয়া উচিত। তাঁর কাজকর্ম সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী। এর ফলে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াই বিপদে পড়ছে।’’
আরও পড়ুন: Anarul Hossain: মমতার নির্দেশে গ্রেফতার আনারুল, কে এই প্রভাবশালী তৃণমূল নেতা?
সুদীপ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যপালকে লেখা একটি চিঠির প্রতিলিপি অমিতের হাতে তুলে দেওয়া হয়েছে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী অত্যন্ত ভাল ভাবে রামপুরহাটের পরিস্থিতি সামাল দিচ্ছেন। ২১ জন ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। ১৫ জন পুলিশ আধিকারিককে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে।