পঞ্চায়েত নির্বাচনের রক্তাক্ত হয়েছে পশ্চিমবঙ্গ। এমনই অভিযোগ বিরোধীদের। অভিযোগ খতিয়ে দেখতে বঙ্গে চার সদস্যদের বিশেষ প্রতিনিধিদল পাঠানোর কথা জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবার তার পাল্টা মণিপুরে প্রতিনিধি দল পাঠানোর কথা জানাল তৃণমূল।
টুইটারে তৃণমূল জানিয়েছে, বিজেপি শাসিত মণিপুরের হিংসা বিধ্বস্ত এলাকায় চার সদস্যের তথ্যানুসন্ধান দল পাঠানো হবে। এই দলে থাকছেন তৃণমূলের চার সাংসদ— ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার এবং দোলা সেন। শুক্রবার মণিপুরে যাচ্ছেন তাঁরা। সঙ্গে দেখা করবেন তাঁরা।
পঞ্চায়েতের ভোটগণনার ঠিক আগে পাল্টাপাল্টি প্রতিনিধি দল পাঠানোর ঘোষণায় বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের টুইট, গত তিন মাস ধরে বিজেপি সরকার মণিপুরের পরিস্থিতিকে অবহেলা করেছে। ওই ‘ডাবল ইঞ্জিন রাজ্যে’ তৃণমূলের সংসদীয় দল স্বস্তির বাতাবরণ তৈরি করবে।