এখনও কোভিড (Covid 19) নিয়ে উদ্বেগ কাটেনি। তারই মধ্যে ভারতে টমাটো ফ্লু (Tomato Flue) হানা নতুন করে চিন্তা বাড়াচ্ছে। কেরলের (Kerala) কোল্লাম জেলায় ইতিমধ্যে এই জ্বরে কমপক্ষে ৮০ জন শিশু আক্রান্ত হয়েছে। কেরলের স্বাস্থ্য দফতর জানিয়েছে, আক্রান্ত শিশুদের বয়স প্রত্যেকেরই ৫ বছরের কম।
এখনও পর্যন্ত এই টমাটো ফ্লুয়ের নিরাময়ের জন্য কোনও চিকিৎসা পদ্ধতি জানা নেই। তাই চিকিৎসকরা উপসর্গের ওপর ভিত্তি করেই এর চিকিৎসা চালাচ্ছে। পাশাপাশি এই ফ্লু যাতে সংক্রামক না হয়, তা নিয়ে আগেভাগেই সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে। কেরল প্রশাসনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজে লাগানো হচ্ছে। তামিলনাড়ুতেও টমাটো ফ্লু নিয়ে জারি হয়েছে সতর্কতা। প্রতিবেশী রাজ্য থেকে আসা শিশুদের পরীক্ষা করা হচ্ছে।
টমাটো ফ্লুয়ের উপসর্গ
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এখনও পর্যন্ত টমাটো ফ্লু-তে আক্রান্ত হচ্ছেন শিশুরাই। এই রোগের সঙ্গে চিকুনগুনিয়ার উপসর্গের কিছুটা মিল আছে। তীব্র জ্বর, গা-ব্যথা, ক্লান্তির মতো উপসর্গ দেখা যাচ্ছে রোগীর শরীরে।
আরও পড়ুন: অতিমারী কাটিয়ে ফের দুই বাংলাকে জুড়ল মৈত্রী আর বন্ধন এক্সপ্রেস
বিশেষজ্ঞরা বলছেন, এখনও পর্যন্ত শিশুরাই আক্রান্ত হচ্ছে এই রোগে। এই জ্বরের সঙ্গে চিকুনগুনিয়ার উপসর্গের কিছুটা মিল রয়েছে। তীব্র জ্বর, গা-ব্যথা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা যাচ্ছে রোগীর শরীরে। পাশাপাশি অধিকাংশ রোগীর দেহে দেখা যাচ্ছে ক্ষুদ্রাকৃতি লাল ফোস্কার মতো ক্ষত। ক্ষুদ্রাকৃতি টমেটোর মতো এই ফোস্কার কারণেই রোগটির নাম ‘টম্যাটো ফ্লু’। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বমি ও পেটের গোলযোগও।