Best Indian Brands 2023 Rankings: মার্কেট ভ্যালুতে শীর্ষে TCS এবং Reliance, তালিকা প্রকাশ

Updated : Jun 02, 2023 06:46
|
Editorji News Desk

মার্কেট ভ্য়ালুর নীরিখে দেশের বড় ব্র্যান্ডগুলির মধ্যে সবথেকে শীর্ষে রয়েছে TCS এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। চলতি বছরে দেশের টপ ৫০-বহুজাতিক সংস্থার তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় থাকা শীর্ষ ৫০টি সংস্থার মধ্য়ে রয়েছে TCS। যাদের মোট সম্পত্তির পরিমাণ  ১.০৯ লাখ কোটি। এবং এর পরেই রয়েছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। ওই সংস্থার মোট সম্পত্তির পরিমাণ ৬৫, ৩২০ কোটি টাকা। এবং তালিকার ৫ নম্বরে রয়েছে রিলায়েন্স জিও। তাদের মোট সম্পত্তির পরিমাণ  ৪৯,০২৭ কোটি টাকা।   

দেশের শীর্ষ ৫০টি সংস্থার তালিকা প্রকাশ করেছে ইন্টারব্র্যান্ড নামে একটি সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে, "২০১৪ সালে সূচনার পর থেকেই  দেশের বহুজাতিক সংস্থাগুলির মধ্য়ে অনুসরণযোগ্য় যাত্রাপথ রচনা করতে সক্ষম হয়েছিল তারা।"
 
এর পাশাপাশি ইন্টারব্র্য়ান্ডের তরফে আরও জানানো হয়েছে, চলতি বছরে সর্বোচ্চ মার্কেট লিস্ট ভ্য়ালু ছিল ৮.৩ লাখ কোটি। যা প্রায় গত দশকের থেকে ১৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবং চলতি বছরেই মোট আর্থিক ভ্য়ালু পৌঁছেছে ১০০ বিলিয়ন মার্কিন ডলারে। 

TCS, রিলায়েন্স ছাড়াও ওই তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইনফোসিস। যাদের মার্কেট ভ্য়ালু ৫৩ হাজার ৩২৩ কোটি টাকা। ইন্টারব্র্যান্ডের তরফে জানানো হয়েছে, শীর্ষে থাকা তিনটি সংস্থাই সম্পূর্ণ মার্কেট ভ্য়ালুর প্রায় ৪৬ শতাংশ  দখল করে আছে। এছাড়াও ওই তালিকায় ৪র্থ স্থানে রয়েছে  HDFC।

প্রকাশিত ওই তালিকার ৬ নম্বরে রয়েছে এয়ারটেল, লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন, মাহিন্দ্রা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং আই সি আই সি আই ব্যাঙ্ক।

Jio

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর