Sikkim tour: সিকিম বেড়াতে যাবেন? আপনাকেই নিয়ে যেতে হবে আবর্জনা ফেলার ব্যাগ, কারণ কী?

Updated : Jul 22, 2024 08:08
|
Editorji News Desk

সিকিম বেড়াতে গেলে এবার থেকে নিয়ে যেতে হবে আবর্জনা ফেলার ব্যাগ। এমনই নির্দেশ দিল সিকিমের পর্যটন এবং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট। পরিবেশ দূষণ  বন্ধ করতেই এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

সিকিমে অনেক আগে থেকেই নিষিদ্ধ করা প্ল্যাস্টিক। এমনকি প্ল্যাস্টিকের বোতলে জলও পাওয়া যায়না অনেক জায়গাতেই। এবার আরও একধাপ এগিয়ে আবর্জনা ভর্তি ব্যাগ নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হল। জানানো হয়েছে, সিকিমে যাঁরা গাড়ি নিয়ে ঢুকবেন তাঁদের সঙ্গে অবশ্যই আবর্জনা ফেলার ব্যাগ রাখতে হবে। 

সিকিমের জনসংখ্যা ৬ লাখের কিছু বেশি। কিন্তু সেখানকার প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিবছর প্রায় ২০ লাখ পর্যটক সেখানে যান। পরিবেশ দূষণ রোধ করতে বিগত বছরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। 

জানা গিয়েছে, যাঁরা গাড়ি নিয়ে সিকিম বেড়াতে যান তাঁরা গাড়ির কাচ নামিয়ে আবর্জনা যত্রতত্র ফেলেন। আগামী দিনে পর্যটকরা যাতে এই কাজ না করেন তার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক্ষেত্রে গাড়ির চালককেই এবিষয়ে নিশ্চিত করতে হবে। এমনকি যে পর্যটন সংস্থার সঙ্গে পর্যটকরা বেড়াতে যাবেন তাদেরও আবর্জনা ফেলার ব্যাগ রাখার দায়িত্ব নিতে হবে। এই নির্দেশ না মানলে জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে। 

Sikkim

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর