ভুয়ো কলের রমরমা ঠেকাতে মোবাইল কলের ক্ষেত্রে সরকারি সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) শীঘ্রই কেওয়াইসি ভিত্তিক (KYC based caller ID) কলার আইডি ফিচার শুরু করবে। এনিয়ে ট্রাই শীঘ্রই নির্দেশিকা জারি করবে।
ট্রাই-এর নতুন নিয়ম অনুযায়ী আগামীতে কেউ ফোন করলে তাঁর সঠিক পরিচয় যাঁকে ফোন করা হচ্ছে তাঁর মোবাইল ফোনের স্ক্রিনে দেখা যাবে। এতদিন ট্রুকলার জাতীয় অ্যাপগুলির মাধ্যমে এই সুবিধা মিলত। কিন্তু এবার আর আলাদা কোনও অ্যাপের প্রয়োজন নেই। কোনও গ্রাহক সিম কেনার সময় কেওয়াইসি সংক্রান্ত যে তথ্য টেলিকম সংস্থাগুলিকে দেয় তার ভিত্তিতেই সেই গ্রাহকের পরিচয় ফোনের স্ক্রিনে দেখা যাবে।
ট্রাই-এর চেয়ারম্যান পি ডি ওয়াঘেলা জানিয়েছেন, গ্রাহকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কয়েক মাসের মধ্যেই এই সংক্রান্ত পরিষেবাটি চালু করা হবে। ট্রুকলার বা ওই জাতীয় অ্যাপগুলির মাধ্যমে যিনি ফোন করেছেন তাঁর সঠিক পরিচয় সর্বদা জানা যায় না। কিন্ত ট্রাই-এর এই নতুন ফিচারটি যেহেতু কেওয়াইসি ভিত্তিক হবে, তাই সেক্ষেত্রে যিনি ফোন করেছেন তাঁর সঠিক পরিচয় জানা যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।