রাতের স্টেশন, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষা করছেন অনেকে । ট্রেন আসছে, যাচ্ছে । হঠাৎ, দেখা গেল একটা ট্রেন স্টেশনে যাত্রীদের নামিয়ে লাইন ধরে চলতে চলতে সোজা উঠে গেল প্ল্যাটফর্মে। আচমকা এরকম ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা । হুলস্থূল পড়ে যায় স্টেশনে । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মথুরা রেল স্টেশনে (Mathura Train Incident ) ।
জানা গিয়েছে, শকুরবস্তি রেল স্টেশন থেকে মথুরার দিকে আসছিল ট্রেনটি । রেল সূত্রে খবর, ট্রেন স্টেশনে পৌঁছয় ১০.৪৯ মিনিটে। ততক্ষণে ট্রেন থেকে নেমে গিয়েছেন সমস্ত যাত্রীরা। তারপরেই হঠাৎ করে ট্রেন প্ল্যাটফর্মে উঠে পড়ে । ট্রেন থেকে সব যাত্রী নেমে যাওয়ায়, হতাহতের কোনও ঘটনা ঘটেনি । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় স্টেশনে ।
মঙ্গলবার দুর্ঘটনার জেরে রেল চলাচলে ব্যাপক প্রভাব পড়ে । আপ লাইনের ট্রেন চলাচল ব্যহত হয় কিছু সময়ের জন্য । কিন্তু, কীভাবে, লাইন থেকে ট্রেনটি প্ল্যাটফর্মে উঠে পড়ল, তা এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত করছে রেল কর্তৃপক্ষ ।