২০২০ এবং ২০২১ এই দুই বছর করোনার দাপটে ঘরবন্দি হয়ে ছিল মানুষ। কিন্তু বাঙালির তো পায়ের তলায় সর্ষে, তাই এবার সব স্বাভাবিক থাকতেই এখন থেকেই পুজোর প্ল্যান রেডি করে রেখেছেন কেউ কেউ। ১২০ দিন আগে থেকে খুলে যায় টিকিট কাটার উইন্ডো, আর তাইই দেরি করতে চাননি কেউ কেউ। এখন থেকেই বুক পুজোর সময় ট্রেনের টিকিট। বুধ বৃহস্পতিবার কাশ্মীর, দিল্লি, জলপাইগুড়ির মতো জায়গার টিকিট ৫ মিনিটে হাওয়া।
Pink WhatsApp : পিঙ্ক হোয়াটঅ্যাপ ডাউনলোড করে বসে আছেন? কী ভাবে রক্ষা এই জালিয়াত অ্যাপ থেকে?
অর্থাৎ পুজোর এত আগে থেকেই টিকিট কেটে প্ল্যান সেরে রাখছেন। এবার ষষ্ঠী ২০ অক্টোবর। তার আগে বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হয় ষষ্ঠীর টিকিট বিক্রি। কিন্তু শুরু হতেই হুহু করে খইয়ের মতো উড়ে যায় টিকিট। সামান্য দেরিতে কেউ টিকিট কাটতে এলেই পেয়েছেন অদৃশ্য ‘সোল্ড আউট’ নোটিস।