ইতিহাস আবার সেই কেরল (Keral) থেকে। যাবতীয় প্রথা ভেঙে সিপিএমের (CPM) যুব সংগঠন ডিওয়াইএফআই-এর (DYFI) কেরল শাখার রাজ্য কমিটিতে (State Committee) জায়গা পেলেন এক রূপান্তরকামী (Transgender)। নাম লায়া মারিয়া জেসন (Laya Maria Jeson)। কেরলের চাঙ্গানাচেরির বাসিন্দা ২০১৯ সালে যুব সংগঠনের প্রাথমিক সদস্য হয়েছিলেন। যোগ দেওয়ার পর থেকে সংগঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এ বার তাঁকে যুব সংগঠনের রাজ্য কমিটিতে আনা হল।
স্থানীয় এসবি কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক লায়া। তিনি বর্তমানে তিরুঅনন্তপুরমের সংগঠনের সমাজকল্যাণ শাখায় কাজ করছেন। কেরল ডিআইএফআই-এর নতুন প্রেসিডেন্ট হয়েছেন ভি ভাসিফ। শনিবারই একটি জনসভা দিয়ে কেরল ডিওয়াইএফআই-এর রাজ্য সম্মেলন শেষ হয়েছে। উপস্থিত ছিলেন পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাত (Brinda Karat)।
এ বার ইতিহাস তৈরি হয়েছে সদ্য শেষ হওয়া সিপিএম পলিটব্যুরোতেও। এই প্রথম দলিত নেতা হিসাবে জায়গা পেয়েছেন বাংলার রামচন্দ্র ডোম। কেরলের কান্নুরে দলের পার্টি কংগ্রেসে তাঁর নাম ঘোষণা করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পরিবর্তনের ছাপ এবার দেখা গেল দলের যুব সংগঠনেও। রাজনৈতিক মহলের দাবি, বামেদের তৃতীয় লিঙ্গ সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। এক সময় এই সমাজ থেকে দূরত্ব বজায় রাখাকেই বাম নেতৃত্ব শ্রেয় মনে করতেন। কিন্তু নিজেদের ঘর থেকেই এই মানসিকতার পরিবর্তন চাইছেন এখন বাম নেতারাই।