১৭ দিনের লড়াই সফল। সুড়ঙ্গ থেকে বের করা হল আটকে পড়া শ্রমিকদের। তাঁদের মধ্যে রয়েছে বাংলার ৩ জন। মঙ্গলবার রাত ৭টা ৫৩ মিনিটে বেরিয়ে আসেন প্রথম শ্রমিক। উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামে। শ্রমিকরা বেরোতেই উৎসবের আবহ তৈরি হয় সেখানে। মিষ্টি বিতরণ করা হয় সকলের মধ্যে।
মঙ্গলবার দুপুরেই খবর পাওয়া গিয়েছিল ব়্যাট হোল প্রক্রিয়ার কাজ একপ্রকার সম্পন্ন হয়েছে। যেকোনও মুহূর্তেই বের করা হতে পারে শ্রমিকদের। কিন্তু বিকাল ৪টে নাগাদ কেন্দ্রের তরফে সাংবাদিক বৈঠকে জানানো হয় আরও ২ মিটার পাইপ ঢুকিয়ে তবেই বের করতে হবে শ্রমিকদের। সেইমতো ফের কাজ শুরু হয়। অবশেষে রাত ৮টার কিছু আগে শ্রমিকদের বের করা হয়।
এদিকে ওই সুড়ঙ্গে আটকে ছিলেন বাংলার ৩ শ্রমিক। তাঁদের এরাজ্যে ফিরিয়ে আনতে ইতিমধ্যে চার সদস্য়ের একটি টিম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যার নেতৃত্বে রয়েছেন, দিল্লির রেসিডেন্ট কমিশনার অফিসের লিয়াজঁ অফিসার রাজদীপ দত্ত।