গোয়ার বিখ্যাত দুধসাগর জলপ্রপাত (Dudhsagar Falls ) দেখতে গিয়েছিলেন । কিন্তু, সেখানেই পুলিশের কড়া শাস্তির মুখে পড়তে হল ট্রেকার্সদের । জলপ্রপাতের সৌন্দর্য্য উপভোগ করতে গিয়ে কান ধরে ওঠবোস করতে হল তাঁদের । ইতিমধ্যে সেই ঘটনার ভিডিও ভাইরাল । কিন্তু, কেন এই শাস্তি ?
জানা গিয়েছে, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে গোয়া পুলিশ, রেলওয়ে এবং বন দফতরের তরফে বর্ষায় ট্রেকিং করে জলপ্রপাতের কাছে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে । কিন্তু, অভিযোগ, নিষেধ অমান্য করেই ট্রেক করে দুধসাগরের (Dudhsagar Falls Viral Video) দিকে যাওয়ার চেষ্টা করেন কয়েকজন পর্যটক । তাছাড়া, জানা গিয়েছে, দুধসাগর দেখার জন্য যে স্টেশনে নামতে হয়, তার আগেই নেমে গিয়েছিলেন কয়েকজন পর্যটক । সেটাও শাস্তির অন্যতম কারণ ।
আরও পড়ুন, Himachal Cloudburst: প্রবল দুর্যোগে নাজেহাল হিমাচল, থামছে না প্রাণহানি
দুধসাগর যেতে গেলে দক্ষিণ গোয়ার কোল্লেম স্টেশনে নামতে হয় । তারপর দক্ষিণ-পশ্চিম রেলওয়ের লাইন বরাবর ট্রেক করতে করতে দুধসাগর ফলসের পাদদেশে পৌঁছনো যায় । কিন্তু, বর্ষার জন্য ট্রেক করতে নিষেধ করা হয়েছিল । কিন্তু, তা না শোনায় শাস্তির মুখে পড়তে হয় পর্যটকদের ।