রাজ্যের বকেয়ার দাবি রাজধানী দিল্লিতে শুরু হল তৃণমূল কংগ্রেসের ধরনা। নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজঘাটে মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী দিনেই ধরনা শুরু করল বাংলার শাসক দল। ধরনা শুরুর আগে সবাইকে অহিংসার বার্তা দিয়েছেন অভিষেক। ধরনা মঞ্চে হাজির সবার পরনে রয়েছে সাদা পোশাক।
রাজ্যের বকেয়ার পরিসংখ্যান দিয়ে আনা হয়েছে পোস্টার। যদিও এই মঞ্চে কোনও রাজনৈতির স্লোগান দেওয়া যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল নেতারা রাজঘাটে জড়ো হয়ে মহাত্মা গান্ধীকে স্মরণ করেন।
আরও পড়ুন : অহিংস ধরনা বার্তা অভিষেকের, দিল্লি পৌঁচ্ছে গেল তৃণমূল সমর্থকদের বাস
নেতা-মন্ত্রীদের পাশাপাশি রাজধানীতে বাংলার শাসক দলের এই ধরনায় হাজির রয়েছেন সেই সব জব কার্ড হোল্ডাররা, যাঁদের বকেয়া কেন্দ্র আটকে দিয়েছে বলেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এদিকে, রাজঘাটে তৃণমূলের এক কর্মসূচিকে ঘিরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ।