নি্শানায় কংগ্রেস-বিজেপি। লোকসভা ভোটে উত্তর-পূর্বে সব রাজ্যে যাওয়ার ঘোষণা তৃণমূল নেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ত্রিপুরার পর মেঘালয়তেও মমতার হাতিয়ার বাংলার উন্নয়ন মডেল। বুধবার প্রচার মঞ্চ থেকে তাঁর অভিযোগ, দিল্লি থেকে কংগ্রেস-বিজেপি এসে মেঘালয়ের পাশে দাঁড়াবে না। একমাত্র তৃণমূল যাঁরা সেভেন সিস্টারের হয়ে কাজ করবে। এবং উত্তর-পূর্বে গৌরব ফিরিয়ে আনবে।
লোকসভা ভোটের এখনও সময় আছে। তবে সেই সময়ে অপেক্ষায় নয়, কাজ শুরু করে দিতে চায় তৃণমূল। তাই, মেঘালয় থেকেই উত্তর-পূর্বে কী ভাবে কাজ করবে তৃণমূল, সেই রূপরেখা কার্যত তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িকে গেটওয়ে হিসাবে বর্ণনা করে লোকসভা ভোটের আগে এই অঞ্চলের জোট বার্তা দেন মমতা।