বিধানসভা নির্বাচনের আর ১০ দিন বাকি। তার আগে মঙ্গলবার ত্রিপুরা নির্বাচনী প্রচারে আরও একটা হাইভোল্টেজ দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একইদিনে প্রচারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এছাড়া থাকছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।
মঙ্গলবার একদিনের ত্রিপুরা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। একই দিনে রাধাকিশোরপুর ও নলচরে দুটি স্থানে পৃথক জনসভা রয়েছে শুভেন্দুর। ঊনাকোটি ও পশ্চিম ত্রিপুরায় দুটি জনসভা করবেন রাজনাথ সিং।
অন্যদিকে, মঙ্গলে আগরতলায় পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।