এয়ার ইন্ডিয়াকাণ্ডের ছায়া এবার কলকাতাগামী ট্রেনে। মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ট্রেনের টিকিট চেকারের বিরুদ্ধে। অভিযুক্ত টিকিট পরীক্ষককে ইতিমধ্যে রেলপুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
অমৃতসর থেকে কলকাতাগামী অকাল তখ্ত এক্সপ্রেস-এর এ-১ কামরায় ছিলেন অমৃতসরের বাসিন্দা রাজেশ এবং তাঁর স্ত্রী। রবিবার রাতে রাজেশের স্ত্রী অভিযোগ করেন, মধ্যরাতে মদ্যপ অবস্থায় তাঁর গায়ে প্রস্রাব করেছেন টিকিট চেকার। অভব্য আচরণের অভিযোগও করেছেন ওই মহিলা। সোমবার সকালে উত্তরপ্রদেশের চারবাগের কাছে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
অভিযোগের ভিত্তিতে টিকিট পরীক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রেলপুলিশ। তিনি ওই দিন সত্যিই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।