নির্বাচনের আদর্শ আচরণবিধি চালু হয়ে গেলে টুইটারে ভোট চাওয়া আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের শামিল। ত্রিপুরা নির্বাচন(Triopura Assembly Election 2023) মিটতেই একথা জানিয়ে বিজেপি-বাম-কংগ্রেসকে নোটিশ দিল জাতীয় নির্বাচন কমিশন(Election Commission of India)। বৃহস্পতিবারই ত্রিপুরার শাসক এবং প্রধান বিরোধীদের আদর্শ বিধিভঙ্গের নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ, ভোটের আগের দিন এবং ভোটের দিনও বিভিন্ন দলের তরফে টুইটারকে হাতিয়ার করে ভোট চাওয়া হয় ত্রিপুরায়। আর তাই পাহাড়-রাজ্যের বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে(BJP-CPIM-Congress) নোটিশ পাঠাল তারা।
বৃহস্পতিবার কমিশন দলগুলিকে শীঘ্রই এ ব্যাপারে সংশোধনমূলক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিল। পাশাপাশি, শুক্রবার বিকেল ৫টার মধ্যে তাঁদের এই পদক্ষেপের কারণ দর্শাতে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, নোটিশ পাওয়ার পরই ত্রিপুরা কংগ্রেস(Tripura Congress) ওই টুইট উড়িয়ে দেয় বলে খবর।
আরও পড়ুন- BBC IT Survey : শেষ 'সমীক্ষা',৬০ ঘণ্টা পর বিবিসি-র অফিস ছাড়লেন আয়কর কর্তারা, সহযোগিতার আশ্বাস BBC-র
সামনেই নাগাল্যান্ড(Nagaland Assembly Election 2023) এবং মেঘালয়ে বিধানসভা নির্বাচন(Meghalaya Assembly Election 2023)। তাই ২৭ ফেব্রুয়ারির আগে দেশের রাজনৈতিক দলগুলিকে আদর্শ আচরণবিধি সম্পর্কে সঠিক ধারণা দিতেই তাঁদের এই পদক্ষেপ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।