ফের টুইটারে বড় বদল আনলেন ইলন মাস্ক। এবার থেকে সারাদিনে গোনাগুনতি টুইটই পড়া যাবে। ডেটা স্ক্রেপিং ও সিস্টেম ম্যানিপুলেশনের বিরুদ্ধে লড়াই করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
টুইটার অধিগ্রহণের পর একের পর এক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। নতুন নিয়ম অনুযায়ী, ভেরিফায়েড অ্য়াকাউন্টের ব্যবহারকারীরা সারাদিনে ৬ হাজার পোস্ট পড়তে পারবেন। অন্যদিকে যাঁদের ভেরিফায়েড অ্য়াকাউন্ট নেই তাঁরা সারাদিনে ৬০০টি টুইট পড়ার অনুমতি দেওয়া হবে।
এপ্রসঙ্গে টুইটারের তরফে জানানো হয়েছে, যাঁদের অ্য়াকাউন্ট একদম নতুন তাঁরা আপাতত সারাদিনে ৩০০টি টুইট পড়তে পারবেন। টুইট পড়ার এই সংখ্যা জানিয়ে নিজেই একটি টুইট করেছেন ইলন মাস্ক।
তিনি লিখেছেন, "টুইট পড়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে। তবে পুরো বিষয়টি সাময়িক কিছু সময়ের জন্য।" পরবর্তীতে এই সীমা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে কবে থেকে স্বাভাবিক হবে সেবিষয়ে জানাননি মাস্ক।
এদিকে এবিষয়ে ভিন্ন মন্তব্য প্রকাশ করেছেন অনেকেই। জানিয়েছেন, এর ফলে অনেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ টুইট পড়া থেকে বঞ্চিত হবেন। অনেকে আবার জানিয়েছেন, বিজ্ঞাপন দেখতে পাওয়ার ক্ষেত্রেও খুব সমস্যার সম্মুখীন হতে হবে।