ভারতের কোচিং হাব হিসাবে পরিচিত রাজস্থানের কোটায় আরও এক পড়ুয়া নিখোঁজ! এই নিয়ে এক সপ্তাহে দুজন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী নিখোঁজ হলেন।
উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ছাত্রের নাম পীযূষ কাপাসিয়া। গত ১৩ ফেব্রুয়ারি থেকে তাঁর খোঁজ মিলছে না। তিনি কোটার ইন্দ্র বিহার এলাকার একটি হোটেলে থাকতেন।
নিখোঁজ ছাত্রের বাবা মহেশচন্দ্র বলেছেন, গত মঙ্গলবার সকালেও মায়ের সঙ্গে কথা বলেছিলেন পীযূষ। তারপর তিনি আর বাড়ির কারও ফোন ধরেননি। পরে তিনি মোবাইল বন্ধ করে দেন।
পীযুষের পরিবার পুলিশে যোগাযোগ করেছে। পুলিশ খোঁজ শুরু করেছে। উল্লেখ্য, গত রবিবার থেকে খোঁজ মিলছে না রাচিত সন্ধ্যা নামে আরও এক পড়ুয়ার। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। থাকতেন জওহর নগরের একটি হস্টেলে।
Vikrant Massey:বন্ধুদের নেমন্তন্ন করে প্লাস্টিকের চেয়ারে বসতে দিতেন, আজ বলিউড কাঁপাচ্ছেন সেই অভিনেতা
সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ১৬ বছরের রাচিত গাড়াদিয়া মহাদেব মন্দিরের কাছে একটি জঙ্গলে ঢুকছেন। পুলিশ তাঁর ব্যাগ, চাবি ইত্যাদি উদ্ধার করেছে। গভীর জঙ্গলে ড্রোনের সাহায্যে খোঁজ চলছে। রাচিতের বাবা মা পোস্টার ছাপিয়েছে ছেলের সন্ধান চেয়ে। শিক্ষামন্ত্রী মদন দিলওয়ারেরও দ্বারস্থ হয়েছেন তাঁরা।
প্রতি বছর দু লক্ষেরও বেশি ছাত্র কোটায় জেইই এবং নিটের প্রস্তুতির জন্য পড়তে আসেন। প্রবল স্ট্রেসজনিত কারণে আত্মহত্যা রুখতে চেষ্টা করছে প্রশাসন৷ তবে সাফল্য বেশ কমই।