দুই কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হল উত্তরপ্রদেশের কানপুরে। কয়েকদিন আগেই তাঁদের মদ খাইয়ে গণধর্ষণের অভিযোগ তুলেছিল পরিবারের সদস্যরা। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বাড়ি থেকে ৪০০ মিটার দূরে একটি গাছ থেকে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
কী ঘটেছিল?
ওই দুই কিশোরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার রাতে শৌচক্রিয়া সারতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তাঁরা ফিরে না আসায় খোঁজখবর শুরু করেন পরিবারের সদস্যরা। তারপর খোঁজখবর শুরু হয়। বেশ কিছুক্ষণ পর তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়।
পরিবারের অভিযোগ, কয়েকদিন আগে ওই দুই কিশোরীকে তুলে নিয়ে যায় কয়েকজন। এবং তাঁদের জোর করে মদ্যপান করিয়ে গণধর্ষণ করা হয়। ঘটনায় স্থানীয় ঠিকাদার রামরূপ নিশাদের পুত্র রাজু এবং ভাইপো সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।