সংসদের অন্দরে হানাদারদের ধরে নায়ক লোকসভার দুই সাংসদ। তাঁরা হলেন বহুজন সমাজ পার্টির সাংসদ মালুক নাগর এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সাংসদ হনুমান বেনিওয়াল। তাঁরাই ওই দুই হানাদারদের ধরে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন।
শীতকালীন অধিবেশন চলাকালীন লোকসভার অন্দরে ঢুকে পড়েন দুই যুবক। এবং তাঁরা রং বোমা ফাটাতে শুরু করেন বলে অভিযোগ। সেসময় নিজের বক্তব্য রাখছিলেন খগেন মূর্মূ। ঘটনার জেরে শুরু হয় চাঞ্চল্য।
এদিকে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অধীর চৌধুরী। যদিও লোকসভার স্পিকার ওম বিড়লা জানিয়েছেন, বিষয়টি নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দিল্লি পুলিশকে এবিষয়ে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।