ওমিক্রনের (Omicron) দুটি নতুন সাব ভ্যারিয়ান্টের (Sub variants) খোঁজ পাওয়া গেল ভারতে। সেগুলির নাম BA4 ও BA5। স্বাস্থ্যমন্ত্রক (Indian Health Ministry) সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদ ও চেন্নাই সহ দক্ষিণ ভারতের বিভিন্ন শহরে এর সংক্রমণ শুরু হয়েছে।
তামিলনাড়ুর চেন্নাইতে প্রথম এক মহিলার শরীরে BA4 সাব ভ্যারিয়ান্টের খোঁজ পাওয়া যায়। এই দুটি নতুন সাব ভ্যারিয়ান্টের খোঁজ মেলায় বিশেষজ্ঞরা উদ্বিগ্ন। কারণ করোনার বিভিন্ন ভ্যারিয়ান্টের মধ্যে ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা সবচেয়ে বেশি। ইতিমধ্যে ভারত, সুইডেন, ব্রিটেন, নরওয়ে, ডেনমার্ক সহ বিশ্বের প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন (Omicron) এর এই দুটি নতুন সাব ভ্যারিয়ান্ট।
Covid-19 Symptoms: কোভিডের এই তিনটি নতুন উপসর্গ থেকে সাবধান, জানাল জাতীয় স্বাস্থ্য পরিষেবা
এখনও পর্যন্ত ওমিক্রনের মোট পাঁচটি সাব ভ্যারিয়ান্ট (Omicron) ধরা পড়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন দুটি সাব ভ্যারিয়ান্টে কমপক্ষে ৩০টি মিউটেশন হয়েছে। এটি এভাবে চরিত্র বদল করে তার সংক্রমণ ক্ষমতা ক্রমেই বাড়িয়ে তুলছে। ওমিক্রনের এই দুটি নতুন সাব ভ্যারিয়ান্ট নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)