উদয়পুরের দর্জির হত্যাকাণ্ডের (Udaipur Murder Case) তদন্তে নেমে বৃহস্পতিবার আরও ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার এমনই জানালেন পুলিশের এক শীর্ষ আধিকারিক।
শুক্রবার পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, "আরও ২জনকে গ্রেফতার করা হয়েছে। কানাহাইয়াকে খুনের অভিযোগে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরা ষড়যন্ত্রে জড়িত ছিল। ধৃত অভিযুক্তদের নাম মহসিন ও আসিফ।"
আরও পড়ুন: নূপুর শর্মাকে দেশের কাছে ক্ষমা চাইতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের
মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুরের দর্জি কানাহাইয়া লালকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের দায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ওই খুনের ভিডিয়ো পোস্ট করে রিয়াজ় আখতারি ও ঘাউস মহম্মদ। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই রাজস্থানের রাজসামান্দ থেকে তাদের গ্রেফতার করা হয়। এবার আরও দুইজনকে গ্রেফতার করা হল। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। সঙ্গে আছে জঙ্গিদমন শাখা ও রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ।