আসা একসঙ্গে যাওয়াও তাই। দুই যমজ ভাই সুমের সিং এবং সোহন সিং। দুজনের বয়স ২৬ বছর। এবার মৃত্যুতেও 'যমজ' হয়ে রইলেন সুমের এবং সোহন। পেশার কারণে ৯০০ কিলোমিটার দূরে থাকতেই দুই ভাই। এক ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে অন্য ভাইয়েরও মৃত্যু হল একই ভাবে৷ যেন অদ্ভুত সমাপতন।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, সুমের এবং সোহনের বাড়ি রাজস্থানের একটি গ্রামে। সুমের গুজরাতের কাপড়ের কারখানায় কাজ করতেন, সোহন কাজ করতেন জয়পুরে। বুধবার ফোনে কথা বলতে বলতে ভাড়াবাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় সুমেরের। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে একা ছাদে হাঁটছিলেন সোহন। জলের ট্যাঙ্কে পড়ে তাঁরও মৃত্যু হয় কয়েক ঘণ্টার ব্যবধানে।