দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটাচ্ছে উন্মত্ত জনতা । চলছে অত্যাচার, এমনকী তাঁদের ধর্ষণেরও অভিযোগ উঠেছে । এই ভয়ঙ্কর ছবিটা কিন্তু ভারতেরই । অশান্ত মণিপুরে (Manipur Violence ) মহিলাদের উপর এমন নৃশংস অত্যাচারের সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Manipur Viral Video)। যা নিয়ে তোলপাড় গোটা দেশ ।
ঘটনার তীব্র নিন্দা করেছে শাসক থেকে বিরোধী । কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), রাহুল গান্ধীরা (Rahul Gandhi)। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মণিপুরের ভিডিও, ছবি অনেক পুরনো বলে দাবি বিভিন্ন সূত্রের । ওই ভিডিওটি ৪ মে-এর বলে দাবি করা হয়েছে । মণিপুরের থৌবল জেলায় নংপোক সেকমাই থানার অদূরে ওই দুই মহিলার উপর অকথ্য, নৃশংস অত্যাচার করা হয় বলে অভিযোগ ।
আরও পড়ুন, Monsoon Session of Parliament: অভিন্ন দেওয়ানি বিধি সহ সংসদের বাদল অধিবেশনে আর কয়টি বিল আসছে?
ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী চুপ কেন, প্রশ্ন তুলেছে তৃণমূল । জানা গিয়েছে, তৃণমূলের তরফে বিষয়টি সংসদের অধিবেশনে তোলা হবে বলে জানা গিয়েছে ।
তৃণমূলের টুইটার হ্যান্ডলে লেখা, 'মণিপুরের রক্ত জমাট বেঁধে যাওয়া সেই দৃশ্য। যেখানে দুই মহিলাকে নগ্ন করে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁদের উপর এক দল পুরুষ যৌন নির্যাতন করছে ।...মণিপুরে তথ্যানুসন্ধানী দল এবং কমিশন পাঠাতে কেন্দ্রকে কে বাধা দিচ্ছে? নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী এখনও চুপ কেন?'
যদিও, কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি ঘটনার তীব্র নিন্দা করেছেন । ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন ।
ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার বলেন, "উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় ভাবধারা আক্রান্ত।" এই পরিস্থিতিতে নবগঠিত জোট ইন্ডিয়া চুপ থাকবে না বলে জানিয়েছেন রাহুল গান্ধী ।
উল্লেখ্য, বুধবারই মণিপুরে পৌঁছয় তৃণমূলের প্রতিনিধি দল । সেখানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেছেন তাঁরা । জানা গিয়েছে, এদিন কুকি জনগোষ্ঠী অধ্যুষিত পাহাড়ি চূড়াচাঁদপুর, মেইতেই জনগোষ্ঠী প্রভাবিত ইম্ফল উপত্যকার কয়েকটি ত্রাণ শিবির পরিদর্শন করেন ডেরেক, দোলা সেনরা । একইসঙ্গে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন তাঁরা ।