রাজস্থানের উদয়পুরে খুনের (Udaipur Murder Case) ঘটনায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজস্থান সরকার (Rajasthan Governement)। সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে, তাই এই সিদ্ধান্ত সরকারের। রাজ্যের মুখ্যসচিব উষা শর্মা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টা ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে।রাজ্যে ১৪৪ ধারাও জারি করেছে প্রশাসন। রাজ্যের কোনও জেলায় একসঙ্গে চারজনের বেশি জমায়েত করা যাবে না।
রাজ্যের পুলিশ ও প্রশাসনিক কর্তাদের সব ছুটি বাতিল করা হয়েছে। মুখ্য সচিব উষা শর্মা সিনিয়র অফিসারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। রাজ্যের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব অভয় কুমার, ডিজিপি এমএল লাথেরের সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। এদিকে উদয়পুরে দর্জি খুনের ঘটনায় তৎপর কেন্দ্রও। মঙ্গলবারই রাজ্যে পাঠানো হয়েছে NIA টিম। বেআইনি কার্যকলাপ প্রতিরোধক আইন বা UAPA ধারায় মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুকে ভোট দেবে অনেক তৃণমূল বিধায়করা, দাবি রাজ্য সভাপতি সুকান্তের
রাজস্থান সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "মুখ্যসচিব রাজ্যের সব ডিভিশনাল কমিশনার, পুলিশ ইনস্পেকটর জেনারেল, জেলাশাসকদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন।" প্রকাশ্য দিবালোকে এক দর্জিকে খুন করার ভিডিয়ো অনলাইনে পোস্ট করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই ধরা পড়বে হত্যাকারী। রাজ্যের মুখ্যসচিব উষা শর্মা জানিয়েছেন, ধর্মীয় নেতারা যদি পাশে থাকেন, তাহলে রাজ্যে সম্প্রীতি বজায় রাখা সম্ভব হবে।
বিজেপির মুখপাত্র নুপূর শর্মার বক্তব্য সমর্থন করে অনলাইনে পোস্ট করেছিলেন রাজস্থানের এক দর্জি। পুলিশ জানিয়েছে, এরপরই দুই যুবক ওই দর্জিকে হত্যা করে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।