মোবাইলের ব্যাটারি ফেটে বিমানে বিস্ফোরণ। তড়িঘড়ি জরুরি অবতরণ করা হল উদয়পুর থেকে দিল্লীগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের। যদিও বিমানটি পরীক্ষা করার পর সেটিকে ফের দিল্লিতে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়েছে। বিস্ফোরণের ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্রের খবর, ১৪০ জন যাত্রী নিয়ে উদয়পুর থেকে দিল্লি যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি। বিমানটি ছাড়ার কিছুক্ষণ পরেই মাঝ আকাশে বিমানের ভেতর এক যাত্রীর মোবাইল ফোনের ব্যাটারি ফেটে যায়। যে ব্যাটারি ফেটে যাওয়ার কারণে বিমানে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা হতে পারত।
আরও পড়ুন - দুধসাগর ফলসে যেতে গিয়ে পর্যটকদের কপালে জুটল কড়া শাস্তি, কিন্তু কেন ?
তাই কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ পাইলট বিমানটিকে জরুরি অবতরণ করান। কারণ বড় কোনও সমস্যা হলে সামাল দেওয়া মুশকিল হয়ে যাবে। এরপর বিমানটিকে ভাল করে পরীক্ষা করা হয়। সন্দেহজনক কিছু না পাওয়া গেলে ফের রওনা দেয় বিমানটি।