কনস্টেবলের চাকরি করতেন। চাকরির পাশাপাশি প্রস্তুতি নিতেন UPSC সিভিল সার্ভিসের। আর সেই কারণেই উচ্চপদস্থ এক অফিসারের কাছে তাঁকে সকলের সামনে অপমানিত হতে হয়েছিল। হাল ছাড়েননি। বরং চাকরি ছেড়ে দিয়েছিলেন। বেছে নিয়েছিলেন কঠিন লড়াইয়ের পথ।
প্রথম তিনবার পাস করতে পারেননি কিন্তু চতুর্থবারের প্রচেষ্টায় সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছেন প্রকাশম জেলার প্রাক্তন পুলিশ কনস্টেবল উদয় কৃষ্ণ রেড্ডি। ৭৮০ তম স্থান দখল করেছেন তিনি।
উদয় কৃষ্ণ রেড্ডি, খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছেন। দিদার কাছে বড় হয়েছেন। তেলেগু মাধ্যমে পড়াশোনা করেছেন। স্বপ্ন ছিল আইএএস হওয়ার কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক সমস্যার কারণে তাঁর স্বপ্নপূরণ সম্ভব হয়নি। কিন্তু হাল ছাড়েননি তিনি।
আরও পড়ুন - বেবিফুড সেরেলাকে মেশানো হয় চিনি, নেসলের বিরুদ্ধে অভিযোগ
চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে গিয়েছেন। তাঁর স্বপ্ন নিয়ে ঠাট্টা করেছেন তাঁর সার্কেল ইন্সপেক্টর। এমনকি ৬০ জন সহকর্মীর সামনে উপহাস করা হয়েছিল তাঁকে। তিনি চাকরি ছাড়তে চাইলেও তাঁর ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। কিন্তু কোনও কিছুই আটকাতে পারেনি উদয় কৃষ্ণ রেড্ডিকে। যার গল্প হার মানিয়েছে যেন সব রূপকথাকে।