১৩ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত হবে ইউজিসি ২০২২ সালের নেটের রেজাল্ট। ন্যাশানাল টেস্টিং এজেন্সি বা এনটিএ-তে প্রকাশিত হবে রেজাল্ট। টুইটারে এই ঘোষণা করেন UGC এর সভাপতি এম জগদেশ কুমার। অফিশিয়াল ওয়েবসাইটেই দেখা যাবে রেজাল্ট।
Ashad Ahmed-UP: পুলিশের 'এনকাউন্টারে' নিহত গ্যাংস্টার আতিকের পুত্র আসাদ এবং তার সঙ্গী গুলাম
২০২২ সালে মোট ৮,৩৪, ৫৩৭ জন প্রার্থী নেট দিয়েছিলেন৷ মোট ৮৩ বিষয়ে ৫ পর্যায়ে হয়েছিল পরীক্ষা। উল্লেখ্য, চলতি বছরেও নেটের দিনক্ষণ ঘোষণা করে ইউজিসি৷ ugcnet.nta.nic.in-এ ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য। ২০২৩ সালের ১৩ জুন থেকে ২২ জুন পর্যন্ত চলবে নেট। ২০২৩ এর মে মাসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে পারে।