জি-২০ সম্মেলনে (G-20 summit) যোগ দেওয়ার জন্য স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে নয়াদিল্লিতে পৌঁছে গেলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। তাঁকে দিল্লি বিমানবন্দরে স্বাগত জানান অশ্বিনী কুমার চৌবে এবং ভারতে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস। 'ভারতের জামাই' বলে নিজেকে উল্লেখ করে রসিকতাও করেন ঋষি সুনক। তাঁর এই সফরকে 'বিশেষ' বলেও অভিহিত করেন তিনি।
আরও পড়ুন: রাষ্ট্রপতির নিমন্ত্রণে G-20-র নৈশভোজ মমতা, দেখা হতে পারে হাসিনার সঙ্গে
তিনি যে ভারতে ফিরে আসতে পেরে অতি উচ্ছ্বসিত, সে কথাও তাঁর বিমানে সাংবাদিকদের জানান ৪৩ বছর বয়সী এই রাষ্ট্রনেতা। ভারতকে তাঁর 'খুব কাছের ও প্রিয় দেশ' বলেও উল্লেখ করেন তিনি।
এই শীর্ষ সম্মেলনের পাশাপাশিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।