একেবারে অন্য ছবি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর রাস্তায় নেমে ঠেললেন বাস। হিমাচল প্রদেশের একটি সংকীর্ণ রাস্তায় আটকে ছিল একটি বাস৷ এর জেরে রাস্তাজুড়ে জ্যাম তৈরি হয়, পড়ে যায় গাড়ির লম্বা লাইন। কনভয় থেকে এই খবর পাওয়া মাত্রই মাঠে নামলেন মন্ত্রী। ওই বাস না সরালে অন্যান্য গাড়িও যেতে পারবে না, এই কথা শুনেই কনভয় থেকে নেমেও পড়লেন তিনি।
আরও পড়ুন: Darjeeling toy train: দার্জিলিং জমজমাট! এবার রাতের অন্ধকারেও চলবে টয় ট্রেন
সাধারণ যাত্রীদের সঙ্গে হাত লাগালেন বাস ঠেলার কাজে৷ চলতি মাসের ১২ তারিখেই হিমাচলে বিধানসভা নির্বাচন। বিলাসপুরে রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য প্রচার সেরে ফেরার সময় অনুরাগ ঠাকুর এই ঘটনা দেখতে পান। এরপর ঘটনাস্থলে উপস্থিত সকলের সমস্যা, অভিযোগের কথাও শোনেন তিনি৷
কেন্দ্রের মন্ত্রী হয়ে অনুরাগ ঠাকুর যেভাবে জনসাধারণের সঙ্গে মিলে বাস ঠেলেছেন, তাতে আপ্লুত বাস চালক থেকে শুরু করে সাধারণ মানুষ। মন্ত্রীর বাস ঠেলার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও৷