মোটা টাকার বিনিময়ে দেশের গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে ধৃত ভারতীয় দূতাবাসের এক কর্মী। রাশিয়ার মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত ওই এজেন্ট। ধৃত ওই যুবকের নাম সত্যেন্দ্র সিওয়াল। রবিবার উত্তর প্রদেশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড মিরাট থেকে তাকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, ২০২১ সাল থেকে মস্কোয় ভারতীয় দূতাবাসের আইবিএসএ পদে কাজ করত ওই যুবক। অভিযোগ, সেখান থেকেই ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইকে পাঠাত সত্যেন্দ্র।
আরও পড়ুন - ফেসবুক চালু করেন মার্ক জুকারবার্গ, হয়েছিল চৌরিচৌরা কাণ্ড
উত্তরপ্রদেশের ওয়াহাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা সত্যেন্দ্র। গোপন খবর ছিল তার গুপ্তচরবৃত্তির। দীর্ঘদিন ধরে নজরদারি চালানোর পর তাকে জিজ্ঞাসাবাদ করতে মিরাটে ডেকে পাঠানো হয়। প্রথমে অস্বীকার করলেও পরে চাপ দিতেই সব কথা স্বীকার করে সে। তার কাছ থেকে দুটি ফোন, আধার কার্ড এবং নগদ টাকা উদ্ধার হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে লখনউ থানায় মামলা দায়ের করা হয়েছে।