উত্তর প্রদেশের সুগন্ধী ব্যবসায়ী পীযুষ জৈনের কাল টাকা নিয়ে সমাজবাদী পার্টিকে খোঁচা প্রধানমন্ত্রীর (Narendra Modi)। তাঁর কথায়, ‘‘২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে দুর্নীতির সুগন্ধী ছড়িয়েছিল সমাজবাদী পার্টি।’’
দিন কয়েক আগেই কানপুরে পীযূষের (Pijush Jain) বাড়ি থেকে নগদ ২৮৪ কোটি টাকা উদ্ধার আয়কর বিভাগ। এর পর দিল্লি, দুবাই-সহ বিভিন্ন স্থানে তাঁর বেআইনি সম্পত্তিরও নথি উদ্ধার হয়। সমাজবাদী প্রধান অখিলেশ যাদব(Akhilesh Yadav)-সহ দলের কয়েক জন নেতার সঙ্গে পীযূষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে উত্তরপ্রদেশ সরকার এবং বিজেপি-র অভিযোগ।
মোদী বলেন, ‘‘গোটা দেশ দেখেছে কী ভাবে টাকার স্তূপ জড়ো করা হয়েছে। এর দায় সমাজবাদী পার্টির। উত্তরপ্রদেশের মানুষ ঘটনা জেনেছেন। তাঁরা ঠিক সিদ্ধান্তই নেবেন।’’