২ দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির কাছ থেকেই কিশোরীর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। ঘটনাস্থল উত্তরপ্রদেশের বদায়ুঁ(UP Girl's Body Found)। বাড়ির কাছের এক সর্ষেক্ষেত থেকে উদ্ধার হয় তাঁর মৃতদেহ। পরিবারের দাবি, তাঁরা আগেই নিকটবর্তী থানায়(Badaun Police Station) নিখোঁজ ডায়েরি করেছিলেন।
জানা গিয়েছে, বছর কয়েক আগে বুদায়ুঁতে আসে ওই কিশোরীর(UP Girl's Body Found)পরিবার। এই ঘটনায় পরিবারের সদস্যরা খুনের অভিযোগ তুলেছেন। শুক্রবার থেকে মেয়েটির নিখোঁজ ছিল বলেই খবর। মেয়ের সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। থানায় গিয়ে মেয়েকে অপহরণের(Kidnapped) অভিযোগ জানানো হয়।
আরও পড়ুন- Maharaja Express: রাজার হাল! ট্রেনেই অবাধ মদ্যপান থেকে রকমারি খাবার, টিকিটের দাম জানেন?
পুলিশে অভিযোগ জানানোর একদিন পরেই অপহৃত কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ওই দেহটি উদ্ধার হয় বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যে। দেহটি ময়নাতদন্তে(Post Mortem report) পাঠিয়েছে পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, অপহরণের পিছনে কী উদ্দেশ্য রয়েছে, সবটাই তদন্তে জানা যাবে বলেই মত পুলিশ আধিকারিকদের(Badaun Police Station)।