২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশেষ AI প্রযুক্তির সাহায্য় নিচ্ছে অযোধ্যা পুলিশ। জানা গিয়েছে, বিস্ফোরক শনাক্ত করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রয়োগ করা হবে। তার জন্য প্রযুক্তিগত যাবতীয় পরিকল্পনার কাজ সম্পন্ন হয়েছে।
ড্রোনের মাধ্যমে নজরদারি
পুরো অযোধ্যা জুড়ে একাধিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। যেগুলির AI প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। ওই ড্রোনগুলির মাধ্যমে যেকোনও বিস্ফোরক দ্রব্য অতি সহজেই শনাক্ত করা সম্ভব।
Read More- রাম মন্দির তৈরি হতেই বাড়ছে ভিড়, অযোধ্যায় তৈরি হচ্ছে একাধিক বাজেট ও লাক্সারি হোটেল
কী জানানো হয়েছে?
অযোধ্যা পুলিশের তরফে একটি প্রেস রিলিজ জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে AI সম্পন্ন ড্রোন দিয়ে পুরো এলাকা তল্লাশি চালানো হচ্ছে। কোনও সন্দেহজনক বস্তুর উপস্থিতি নজরে পড়লেই ওই ড্রোন সরাসরি কন্ট্রোলরুমে বার্তা পাঠাবে। যার ফলে অতি দ্রুত পদক্ষেপ নিতে পারবেন নিরাপত্তারক্ষীরা।