২২ কিলোমিটার দূর থেকে প্রমাণ জোগাড় করে আনল কুকুর। ১৫ বছরের কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে জট পাকিয়েছিল। সেই মৃত্যুরহস্যের কিনারা হল মাত্র ৪৮ ঘণ্টায়। গ্রেফতার হল খুনী।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে কাসগঞ্জ এলাকায়। ১৫ বছরের কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে জট পাকিয়েছিল রহস্য। অভিযোগ, কিশোরকে খুন করে পুঁতে দেওয়া হয়। খুনের আগে তার কাছ থেকে ট্রাক্টর ও টাকাপয়সা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। তদন্তে পুলিশকে সাহায্য করেছে 'জনি'। জার্মান শেপার্ড প্রজাতির পুলিশ সারমেয়। খুনের রহস্যের কিনারা করতে সেই জনিকে স্যালুট করেছেন পুলিশকর্তারা।
আরও পড়ুন: হিন্দির পাশাপাশি বাংলাতেও পড়া যাবে মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, জানিয়ে দিলেন অমিত শাহ
পুলিশ সূত্রে খবর, জনি শুধু অভিযুক্তদের খুঁজে বের করেনি। ২২ কিলোমিটার দূরে গন্ধ শুঁকে তথ্য-প্রমাণ খুঁজতে সাহায্য করেছে। তাঁর সাহায্যেই ধরা পড়েছে ৩ অভিযুক্ত। ধৃতদের নাম আকাশ চৌহান, ধীরেন্দ্র ও রাহুল চৌহান। তাঁদের বিরুদ্ধে কিশোরকে খুনের অভিযোগ আছে।