স্কুলের টিফিনে বিরিয়ানি নিয়ে এসেছিল নার্সারির শিশু। আর সেই 'অপরাধ'-এই ওই খুদেকে স্কুল থেকে সাসপেন্ড করে দিলেন প্রিন্সিপাল! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আমরোহা জেলার একটি স্কুলে। অভিযোগ, 'কেন সাসপেন্ড করা হল' ওই শিশুর মা এই প্রশ্ন করলে প্রিন্সিপাল বলেন, 'এমন পড়ুয়াদের স্কুলে জায়গা দেওয়া হবে না, যারা বড় হয়ে মন্দির ভাঙতে পারে'। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রিন্সিপালের ভিডিয়োটি ভাইরালও হয়ে গিয়েছে।
অন্যদিকে, প্রিন্সিপালের অভিযোগ, নার্সারির ওই শিশু তার সহপাঠীদের মাংস খাওয়ার ব্যাপারে 'উৎসাহ দিত' এবং ধর্মান্তরিত করার বিষয়েও আলোচনা করত।
পড়ুয়ার মা এই অভিযোগকে সরাসরি নাকচ করে জানান, তাঁর ছেলের বয়স ৭ বছর। এই বয়সের কোনও বাচ্চার পক্ষে এমন কিছু বলা সম্ভবই নয়। শিশুটির মা আরও জানিয়েছেন, আমিষ খাবার আনার জন্য তাঁর ছেলেকে প্রায়দিনই ঝগড়া ও মারধর করত ওই ক্লাসেরই অন্য একটি ছেলে। যাকে পরোক্ষে মদত দেন স্বয়ং স্কুলের প্রিন্সিপালই। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে স্কুলের অধ্যক্ষ দাবি করেন, বিষয়টি থেকে নজর ঘোরানোর জন্য অন্য পড়ুয়ার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন ওই মহিলা।
ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। আমরোহার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই স্কুলগুলির জেলা পরিদর্শক বিষয়টি খতিয়ে দেখছেন। এর পাশাপাশিই তিন সদস্যের একটি কমিটি প্রস্তুত করে ঘটনাটির তদন্ত করা হচ্ছে। রিপোর্ট হাতে পেলেই এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।