এক বছরে ৬০ % লেনদেন বাড়ল ইউপিআইতে। চলতি বছরের মার্চে ইউপিআই মারফত রেকর্ড অংকের লেনদেন হল সারাদেশে। সংখ্যাটা ১৪.০৫ লক্ষ কোটি টাকা। ২০২২-এর মার্চের তুলনায় এই মার্চে ৬০ শতাংশ বেশি লেনদেন হয়েছে ইউপিআই মারফত, হিসেব দিল এনপিসিআই। গত অর্থবর্ষের ইউপিআই লেনদেনের পরিমাণ ৮.৭ বিলিয়ন।
এর আগে ২০২৩ এর জানুয়ারিতে ৮০৩ কোটি ইউপিআই লেনদেন হয়েছিল, টাকায় হিসেব করলে ১২.৯৮ লক্ষ কোটির লেনদেন।
Parenting Style: সন্তানের ওপর চিৎকার, নিয়মিত ভয় দেখানো... শিশুর মানসিক স্বাস্থ্য ভাঙছে রোজ
ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া জানিয়েছে, অনলাইন মার্চেন্ট, বড় মার্চেন্ট এবং ছোট অফলাইন ব্যবসায়ীদের ২,০০০ টাকার উপরে লেনদেনের উপর ১.১% ইন্টারচেঞ্জ ফি ধার্য করা হবে।