পড়ে রয়েছে হাতে গোনা আর কয়েকটা দিন। মকরের স্নান হয়ে গেলেই ফোকাসে থাকবে রামমন্দিরের উদ্বোধন। তার আগে উত্তরপ্রদেশের অযোধ্যাকে কার্যত দূর্গে পরিণত করছে উত্তরপ্রদেশ পুলিশ। রাজ্য পুলিশ জানিয়েছে, ১৭ তারিখ থেকেই অযোধ্যায় শুরু হবে যান নিয়ন্ত্রণ। গোটা শহরকে মুড়ে ফেলা হবে ১০ হাজার সিসি ক্যামেরায়।
২২ তারিখ রামমন্দিরের উদ্বোধন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতেই হবে প্রাণ প্রতিষ্ঠা। হাজির থাকবেন দেশের তাবড় ভিভিআইপিরা। তাঁদের নিরাপত্তায় আরও কড়া হচ্ছে যোগীর রাজ্য। সিসি ক্যামেরার পাশাপাশি নজরদারি চলবে ড্রোনের মাধ্যমে। মন্দির চত্বরের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশের বিশেষ কম্যান্ডো বাহিনী।
এছাড়া আগামী সপ্তাহ থেকেই রাজ্যের প্রতিটি রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে বাড়ানো হবে নিরাপত্তা। এরজন্য অতিরিক্ত বাহিনী নিয়োগ করা হবে বলেই রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে।