UCC in Uttarakhand: উত্তরাখণ্ড বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, বিবাহ ও লিভ-ইন নিয়ে নতুন আইন

Updated : Feb 07, 2024 21:17
|
Editorji News Desk

দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ড বিধানসভায় পাশ হল অভিন্ন দেওয়ানি বিধি বিল। জাতিধর্ম নির্বিশেষে মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স ১৮ বছর এবং পুরুষদের বিবাহের ন্যূনতম বয়স ২১ বছর রাখারও প্রস্তাব দেওয়া হয়েছে বিলটিতে। উত্তরাখণ্ডের বিজেপি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে বাল্যবিবাহ রুখতেই এই প্রস্তাবটি দেওয়া হয়েছে। যদিও, উত্তরাখণ্ডের জনসংখ্যার ৩ শতাংশ উপজাতি গোষ্ঠীগুলিকে এই বিলের আওতায় রাখা হয়নি বলেও জানানো হয়।

লিভ-ইন সম্পর্ক নিয়েও এই বিলে আলোচনা হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, লিভ-ইন সম্পর্ক আইনগতভাবে নথিভুক্তের প্রক্রিয়া বাধ্যতামূলক। অন্যথায় ৬ মাস পর্যন্ত জেল হতে পারে। ২১ বছরের কম বয়সীদের লিভ ইনের ক্ষেত্রে বাবা-মায়ের সম্মতি লাগবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিবাহ-সম্পত্তির অধিকারের মতো ব্যক্তিগত বিষয়ের বিরোধের নিষ্পত্তির জন্য, ভিন্ন ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন আইন রয়েছে। সেই সব আইন বাতিল করে সব ধর্ম নির্বিশেষে একটি অভিন্ন ব্যক্তিগত আইন তৈরির লক্ষ্যে এবং বহুবিবাহ কড়া হাতে রদ করার লক্ষ্যেই এই অভিন্ন দেওয়ানি বিধি বিল পাশ করা হয়েছে বলেও জানায় উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি সরকার।

উল্লেখ্য, আগেই উত্তরাখণ্ডের মন্ত্রিসভার অনুমোদন পেয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি বিল। তার আগে অভিন্ন দেওয়ানি বিধি বিলের খসড়া পাঠানো হয়েছিল পাঁচ সদস্যের কমিটির কাছে। সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এই কমিটি বেশ কিছু সুপারিশ করে এই বিলে। সমস্ত সুপারিশ গ্রহণ করেই এই বিলটিকে সবুজ সংকেত দিয়েছে উত্তরাখণ্ডের মন্ত্রিসভা

Uttarakhand

Recommended For You

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর

editorji | ভারত

One Nation One Vote : কেমন হবে ভোট দানের চরিত্র, সিদ্ধান্ত এবার JPC-র কোর্টে