বন্দে ভারতের পর এবার বন্দে মেট্রো ট্রেন নিয়ে আসছে ভারতীয় রেল। পাশাপাশি দুটি শহরের মধ্যে চলাচল করবে এই ট্রেন। গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। পাঞ্জাবের কপূরথালার রেল কোচ ফ্যাক্টরির (আরসিএফ) কর্তৃপক্ষ জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলেই আসছে বন্দে মেট্রোর ট্রেনের প্রাথমিক মডেল।
যাত্রীদের জন্য দুর্দান্ত সুযোগসুবিধা থাকবে এই বন্দে ভারত মেট্রোয়। শীতকালে থাকবে গরম জলের ব্যবস্থা। প্রতিটি কামরায় আগুন এবং ধোঁয়া শনাক্ত করার জন্য থাকবে ১৪টি করে সেন্সর। কোনও বিপদের আশঙ্কা থাকলে সরাসরি চালকের সঙ্গে কথা বলা যাবে। দুর্ঘটনা রুখতে থাকবে কবচ সিস্টেম।
১৬টি বাতানুকূল কোচের প্রতিটিতে যাত্রীদের বসার জন্য ১০০টি করে আসন থাকবে। প্রতিটি কোচে দাঁড়িয়ে যেতে পারবেন ১৮০ জন৷ অর্থাৎ ২৮০ জন যাত্রী স্বচ্ছন্দে একটি কামরায় যাতায়াত করতে পারবেন।
স্বল্প দূরত্বের দুটি শহরের ২৫০ কিমি দূরত্বের মধ্যে চলবে বন্দে ভারত মেট্রো। আরএসএফের জেনারেল ম্যানেজার এস শ্রীনিবাস জানিয়েছেন, আগামী অর্থবছরের মধ্যে বন্দে ভারত মেট্রো ট্রেনের ১৬টি কোচ তৈরি করা হবে। এ ছাড়া চলতি বছর মার্চ মাসে ২৪টি কোচের একটি রেক চালু করা হবে। পরবর্তী আর্থিক বছরে তৈরি হবে আরও দু’টি রেক।