আরও দ্রুতগতিতে ছুটবে বন্দে ভারত। বুধবার লোকসভায় এই কথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, আপাতত দিল্লি-মুম্বই ও দিল্লি-হাওড়া এই দুই রুটে বন্দে ভারতের গতি বাড়তে চলেছে।
রেল মন্ত্রীর কথা অনুযায়ী, এই দুই রুটে বন্দে ভারত এক্সপ্রেসের গতি বাড়িয়ে ১৬০ কিমি প্রতি ঘণ্টা করা হবে। আর সেই কারণেই আর সেই কারণে মোট ১০ হাজার ৯৮১ কিলোমিটার রুটে কাজ করছে রেল। এর ফলে আরও তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।
আরও পড়ুন - জগজিৎ সিংয়ের জন্মবার্ষিকী, কপিল দেবের রেকর্ড, ইতিহাসে ৮ ফেব্রুয়ারি
বন্দে ভারতের মতো সেমি হাই স্পিড ট্রেনগুলির সর্বোচ্চ ১৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে চালানো যেতে পারে। কিন্তু একাধিক রুটে সেই পরিকাঠামো নেই। সেই কারণেই ওয়ি ট্রেনগুলি সর্বোচ্চ গতিতে চালানো সম্ভব হয় না। সেই কারণেই এবার পরিকাঠামোর দিকে নজর দেওয়া হচ্ছে।