এবার বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। তারজন্য ট্রায়াল রানেরও পরিকল্পনাও নেওয়া হয়েছে। পঞ্জাবের কাপুরথালার কারখানায় তৈরি হচ্ছে ওই বিশেষ ট্রেন। ইতিমধ্যে বন্দে ভারত মেট্রোর একটি ভিডিও-ও প্রকাশ হয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে মোট ৫০টি মেট্রো তৈরি করার জন্য ভাবনাচিন্তা করা হয়েছে। এবং ধীরে ধীরে ৪০০টি পর্যন্ত কোচ তৈরি করা হবে।
জানা গিয়েছে, ১০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে ওই মেট্রোগুলি চলবে। ১২টি অথবা ১৬টি কোচ থাকতে পারে ট্রেনগুলিতে। সূত্রের খবর, কলকাতা, চেন্নাই, দিল্লির মতো বড় শহরগুলিতে ওই কোচের মাধ্যমে মেট্রো পরিষেবা প্রাথমিকভাবে দেওয়া হবে।
শুধু মেট্রো নয়, মুম্বই লোকালের অন্তর্গত একাধিক ট্রেনেও বন্দেভারত কোচ থাকতে পারে।