নীলগিরির নিস্বর্গের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে সারি সারি বুনো হাতির পাল। বন দফতরের ক্যামেরাবন্দি সেই ভিডিয়ো এখন ভাইরাল।
প্রায়শই বুনোহাতি ঢুকে পড়ছিল লোকালয়ে। কখনও খেয়ে ফেলছিল ফসল, কখনও আবার ভেঙে দিচ্ছিল বাড়ি ঘর। তামিলনাড়ুর নীলগিরির জঙ্গল সংলগ্ন এলাকায় বুনো হাতির দাপটে অতিষ্ঠ সেখানকার স্থানীয় বাসিন্দারা। সে কারণেই বন দফতর ব্যবস্থা করেছে বুনো হাতিকে মনিটর করার ব্যবস্থা। সেই দফতরের ক্যামেরাতেই ধরা পড়েছে এক স্বর্গীয় দৃশ্য। নীলগিরি পর্বতের মায়াবি সবুজ অরণ্য, তারই মাঝ দিয়ে এগিয়ে চলেছে সারি সারি বুনো হাতির পাল।