সম্পর্ক মেনে নেয়নি পরিবারের সদস্য। গুজরাতের (Gujarat) তাপি গ্রামের এক যুগল অবসাদে হয়েছিলেন আত্মঘাতী। তাঁদের মৃত্যুর কেটে গিয়েছে প্রায় ৬ মাস। তাঁদের ইচ্ছা এবার পূরণ করলেন গ্রামবাসীরা। মৃত যুগলের বিয়ে দিলেন তারা। কীভাবে? আসলে মৃত যুগল গণেশ ও রঞ্জনার মূর্তি বানিয়ে তাঁদের বিয়ে দিলেন গ্রামবাসীরা।
Dog Wedding: লিলি ওয়েডস টমি! সাতপাক ঘুরে, মালাবদল করে ভারতীয় রীতিতে বিয়ে সারল ‘কুকুর দম্পতি'
আসলে যুগলের মৃত্যু মেনে নিতে পারেনি গ্রামবাসীরা। জীবিত অবস্থায় এত ভালোবেসেও একসঙ্গে থাকা হয়নি তাদের তাই মৃত্যুর পরেই তাদের মিলিয়ে দিতে এই অভিনব পরিকল্পনা। গত অগাস্ট মাসে এই যুগলের নিথর দেহ উদ্ধার হয়েছিল। এবার মহাসমারোহে, ধুমধাম করে দুই মূর্তির বিয়ে দিলেন গ্রামবাসীরা।