ফের বিতর্কে বিনোদ কাম্বলি (Vinod Kambli)। তাঁর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় স্ত্রীকে মারধর, হেনস্থা, গালিগালাজ করেছেন বলে অভিযোগ কাম্বলির বিরুদ্ধে। বান্দ্রা থানায় তাঁর নামে এফআইআর দায়ের করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ও ৫০৪ ধারায় কাম্বলির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শনিবার রাত ১টা থেকে ১টা ৩০ মিনিটে মধ্যে ঘটনাটি ঘটে। কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া পুলিশকে জানিয়েছেন, মত্ত অবস্থায় ফ্রাইং প্যানের হাতল দিয়ে মাথায় মেরেছেন কাম্বলি। সমস্যার সমাধান চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুন: শুয়ে যাওয়া যাবে বন্দেভারতে,আসছে 'স্লিপার কোচ',দ্রুতই ছুটবে বুলেট ট্রেনও,জানালেন রেলমন্ত্রী
বান্দ্রা থানার পুলিশ জানিয়েছে, আন্দ্রিয়া প্রথমে ভাবা হাসপাতালে গিয়ে চিকিৎসা করান। সেখান থেকেই তিনি থানায় যান। স্বামীর বিরুদ্ধে এফআইআর করেন।