সময় এগিয়েছে, আর পার করে আসা একটা গোটা বছরে দেশের মহিলাদের উপর অত্যাচার ও অপরাধের পরিমাণ বেড়ে গিয়েছে ৩০ শতাংশ, জাতীয় মহিলা কমিশন এই পরিসংখ্যান দিয়েছে।
২০২২-এ জাতীয় মহিলা কমিশনে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের যত অভিযোগ জমা পড়েছে, তাতে অধিকাংশই গার্হস্থ্য হিংসার, সংখ্যাটা প্রায় সাড়ে ৬ হাজার। এ ছাড়া, সার্বিক ভাবে মহিলাদের উপর অপরাধের অভিযোগ জমা পড়েছে ৩০ হাজার ৮০০। ২০২১ সালে যে সংখ্যাটা ছিল ২৩ হাজার ৭০০টি।
Jackie Shroff: 'সিনেমাহলে পপকর্নের দামটা একটু কমান' যোগী আদিত্যনাথের কাছে আবদার কোন তারকার?
এর মধ্যে মানসিক নির্যাতনের অভিযোগ প্রায় ৩০ হাজার ৭০০টি। ৬ হাজার ৯৭০টির ক্ষেত্রে অভিযোগের কেন্দ্রে ছিল গার্হস্থ্য হিংসা এবং ৪ হাজার ৬০০টি ক্ষেত্রে অভিযোগের কেন্দ্রে ছিল পণের জন্য মহিলাদের হেনস্থা।
সবচেয়ে বেশি অভিযোগ উত্তরপ্রদেশ থেকে। সেখানে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ ১৬ হাজার ৮৭২টি (৫৪.৫ শতাংশ)। তারপরেই রয়েছে দিল্লি, মহারাষ্ট্র, বিহার, হরিয়ানা। গত এক বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ জমা পড়েছে যথাক্রমে ১৩৮১টি, ১৩৬৮টি এবং ১৩৬২টি।