পুলিশ লড়ছে, পাবলিক দেখছে! 'রক্ষকই ভক্ষক'- পুলিশের ক্ষেত্রে এই উপমা যে অক্ষরে অক্ষরে সত্যি হয়ে যায় অনেকসময়, তা আমরা সকলেই দেখেছি একাধিকবার। বিহার পুলিশের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় দ্রুতগতিতে ভাইরাল হওয়ার পরে এই উপমাই যেন ফের আরও একবার সত্যি বলে প্রমাণিত হল! ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিহার পুলিশের দুই কর্মী একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছেন। তার সঙ্গেই চলছে অকথ্য গালিগালাজ।
জানা গিয়েছে, কর্মরত ওই দুই পুলিশকর্মীর মধ্যে কোনও একটি বিষয় নিয়ে বচসা শুরু হলে তা হাতাহাতিতে গড়ায়। তারপর হাত ছেড়ে লাঠি দিয়ে একে অপরকে পেটাতে থাকেন ওই দুই পুলিশকর্মী। মাঝরাস্তায় দুই পুলিশকে এভাবে মারামারিতে জড়িয়ে পড়তে দেখে হতবাক হয়ে যান পথচলতি মানুষরা।
ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশের নিন্দায় মুখর হন নেটিজেনরাও। কেউ কেউ বলেন, 'ঠিকঠাক ভাগ-বাঁটোয়ারা হয়নি বলেই হয়তো এমন ঝামেলা!' কারও কথায় আবার, 'পুলিশের মারামারিতে বাধা দিতে গেলে কি সরকারি কাজে বাধা দেওয়ার ব্যাপারে যে সব নিষেধাজ্ঞা আছে, সেগুলি আরোপ করা হবে'?