বিয়েবাড়ি । লোকজন ভর্তি । হঠাৎ-ই দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়ে যায় মারপিট (Clash Between two groups at Marriage Hall) । একে অপরকে লাথি, ঘুষি,চড়, এমনকী, বেল্ট দিয়ে একে অপরকে মারতে দেখা গিয়েছে । মুহূর্তের মধ্যে বিয়েবাড়ি যুদ্ধক্ষেত্রে পরিণত হয় । ঘটনার ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরদাবাদের একটি ম্যারেজ হল বা বিয়েবাড়িতে । পুলিশ জানিয়েছে, কোনও বিষয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে মারপিট হয় । ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
মোরাদাবাদের ডেপুটি এসপি অনুপ কুমার বলেন, "আয়ুব ম্যারেজ হলে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ হয় । সংঘর্ষও হয় । খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় । যাঁরা এই ঘটনায় উস্কানি দিয়েছে, হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং একটি মামলাও দায়ের করা হয়েছে ।"