ঠিক যেন সিনেমার মতো। আবার সিনেমার থেকেও ভয়ঙ্কর। চলন্ত বাসে পুলিশ বনাম গ্যাংস্টারের লড়াই। প্রাণ বাঁচাতে যাত্রীদের জ্বানালা দিয়ে ঝাঁপ। টুইটারের এই ভিডিও অবশ্য সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা।
গত ১২ জুলাই, আমোলি টোলপ্লাজার কাছের এই খবর আরও এক কারণে সবার মাথা ঘুরিয়ে দিতে পারে। পুলিশের গাড়িতে নয় যাত্রি বোঝাই বাসে করে দুই গ্যাংস্টার কুলদীপ ও তার সঙ্গী বিজয়পালকে নিয়ে আদালতে যাচ্ছিল পুলিশ। নিরাপত্তায় ছিলেন ছয় পুলিশ কর্মী।
আমোলির কাছে আসতে ওই বাসের উঠেছিল অপর গ্যাংয়ের আরও কয়েকজন দুষ্কৃতী। চলন্ত বাসেই শুরু হয় গুলির লড়াই। টার্গেট ছিল কুলদীপ। পুলিশও পাল্টা জবাব দেয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। অন্য গ্যাংয়ের গুলিতে মারা যায় কুলদীপ। যাত্রি ঠাসা বাসে এই গুলির ঘটনায় জখম বেশ কয়েকজন যাত্রীও।
আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী পাসপোর্টের অধিকারী এই দেশ, কত নম্বরে ভারত?
খুনের অভিযোগের একজন হাইপ্রোফাইল আসামীকে এভাবে বাসে করে আদালতে নিয়ে যাওয়ার কী অর্থ ? কেন পুলিশ নিজের গাড়ি ব্যবহার করেনি ? এই ঘটনার পর তদন্তের নির্দেশ দিলেও প্রশ্ন উত্তর নেই রাজস্থান পুলিশের কাছে।