কড়া নিরাপত্তার মধ্যেই ভোট শুরু হল ২০০ আসনের রাজস্থানে। প্রতি পাঁচ বছর অন্তর এই রাজ্যে পালাবদলের দস্তুর। তাই রাজনৈতিক মহল, এবারও তাকিয়ে মরুরাজ্যের দিকে। লোকসভা ভোটের আগে এই রাজ্য চ্যালেঞ্জ বিজেপির কাছে। চ্যালেঞ্জ কংগ্রেসের কাছেও। পাঁচ বছর আগে ১০০ আসন জিতে জয়পুরে মসনদের বসেছিলেন কংগ্রেসের বর্ষীয়ান অশোক গেহলট। এবার তাঁর দিকেই তাকিয়ে দিল্লি।
২০০ আসনের মধ্যে কংগ্রেসের প্রার্থী ১৯৮ জন। বিজেপি এবার প্রার্থী দিয়েছে ১৯৯ আসনে। ভোটের আগে বেশ কিছু জনমত সমীক্ষায় পালাবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ঝালরাপাটন কেন্দ্রে বিজেপির মুখ বসুন্ধরা রাজে। এছাড়া বেশ কয়েক সাংসদকেও বিধানসভার ময়দানে নামিয়েছে বিজেপি। তাঁদের মধ্যে রয়েছেন অলিম্পিক পদকজয়ী জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর।
গত বছর হিমাচলে ক্ষমতায় থেকেও ক্ষমতা ধরে রাখতে পারেনি বিজেপি। এবার রাজস্থানে কংগ্রেসের ভাগ্য সেইদিকে বাঁক খাবে ? ডিসেম্বর মাসের তিন তারিখ ইভিএমের বাক্স খুললে সেটা বোঝা যাবে। তার আগে কড়া নিরাপত্তায় ভোট চলছে রাজস্থানে।